হাজার মেয়ের মাঝে তুমি একজন
একজন তুমি রুপে সুন্দরী- আগুন ।
আগুনের ফুলকি দেহ থেকে পড়ে ঝড়ে
ঝড়ে পুড়ে অগ্নীরুপে পোড়াই নিজেরে ।
নিজেরে পারি না বস করতে কি হলো ?
হলো কি যে আমার কিচ্ছু লাগে না ভালো ।
ভালো লাগে না কাজ কর্ম কি যে যাতনা
যাতনার নাম কি ভালোবাসা জানি না ।
জানি না পাবো কি পাবো না তোমায় আমি
আমি তবু থাকি বসে হবে বন্ধু তুমি ?
তুমি প্রেম নাহি দিলে মন মরুভূমি
মরুভূমি মন হলে বৃথা দেহ জমি ।
দেহ জমি করবো চাষ জলদি আসো
আসো বন্ধু সব দিবো যদি ভালোবাসো ।