রং এর মেলায় আয়রে তোরা
দেখ  না নয়ন ভরে ।
রং মেখে সব রঙ্গিন সেজে
ঘুরছে দ্বারে দ্বারে ।
বলছে কথা রং মাখিয়ে
মালা গেথে তারার ।
পরিয়ে দেবে গলায় গলায়
দুঃখ রবে না আর ।
ভোটের সময় যায় যে দেখা
নতুন নতুন বধন ।
ভোটের শেষে হারায় দূরে
কোকিল হারায় যেমন ।