আলো আধারে মরিচীকার মুখ নিয়ে
জীবনের বাঁকে বাঁকে থাকে আশা লুকিয়ে ।
স্বর্গ লোভ নরকের ভয় যতটা
আনন্দ বেদনার আশা
ইন্দ্রিয়ের অনুভুতিতে জাগ্রত করে
তাঁর চেয়ে ঢেঢ় বেশি আশা ভয় হয় জাগ্রত
এই ধরিত্রির বৈষম্যে ।
ক্ষুধা-দারিদ্র,অভাব অনটন সুখ-দুঃখ
পাওয়া না পাওয়ার যন্ত্রণাগুলি
আলোকিত জীবনের ছন্দ পতনে
শেষ ঘন্টা বাজে ।