আয় তোরা আয় শীতের কুয়াশা মাখি গায়
কুয়াশা মেখে মেখে ঠান্ডা জ্বর লাগাই ।
আয় ছুটে আয় ঘুরি নিশিথের পথে পথে
শুয়ে আছে শীতার্ত মানুষ শীত বস্ত্র নাই ।
আয় ছুটে যাই ধনীর দুলাল দুলালি
গ্রাম থেকে গ্রামান্তরে চল হেটে যাই ।
যেথায় শীতে ঠক ঠক কাঁপে শরীর
গরম কাপড় লেপ তোষক নিয়ে চল বিলাই ।
শীতার্তদের শীতের কষ্টতে রেহাই দেই
নিজেও শীত কষ্টের কষ্ট বুঝে নেই ।
আয় তোরা আয় শীতের কুয়াশা মাখি গায়
কুয়াশা মেখে মেখে ঠান্ডা জ্বর লাগাই ।