শীতের সূর্য বড় আরাধ্য
দেখি যখন মূখ ।
সূর্যের বুকে পিঠ রেখে
পাই মধুর সূখ ।
হিম শীতে বড় কষ্ট
ওম বস্ত্র নাই যার ।
ঠক ঠক শীতে কাঁপে
সূর্য পেলে সূখ তার ।
তাই বলি কুয়াশা ঠেলে
সূর্য ভোরে দেখা দাও ।
দেখা পেলে সবাই খুশি
বড় ছোট আন্ডা ছাও ।