সখি যদি আসো আমাতে করবো বরণ সযত্নে
শরতের সফেদ মেঘের নীচে ঘুরবো দিগন্তে ।
কাশফুলের ভেতর দু,জনের লুকোচুরি খেলা
হৃদয়ের গহীণে বসবে ভালোবাসার মেলা ।
অনুভবের অন্য রকম এক কাপন শরীরে
দিবানিশি মুঠো মুঠো সুখ রবে চারপাশ ঘিরে ।
শুদ্ধতার নহরে স্নান করে হবো পরিপাটি
স্বর্গীয় ধ্যানে সাজাবো জীবনের সব খুটিনাটি ।
তুমিহীনা মন চক্ষু খরায় হয়েছে মরুভূমি
স্বপ্নের তরুলতা শুকিয়ে চৌচির নিঃশ্বাসে তুমি ।
সখি যদি আসো মরুতে ফুল,উড়বে প্রজাপতি
স্মৃতির পাণ্ডুলিপির পংতিতে পাবে নতুন গতি ।
তোমার মনের ঠিকানায় পত্র লিখি,থাকি আশায়
আসবে তাই ভালোবাসার ছবি আকি কল্পনায় ।
সখি,আসবে সফেদ মেঘে ঘুরবে, শুদ্ধজলে ভিজবে ?
নাকি শুন্যের ভেতর শুন্যের ইতিকথা লিখবে ।