বন্ধু হইয়া আমার কোলে
আইসা যদি বইতি ।
আসমানের চান আইনা দিতাম
কটমটাইয়া খাইতি ।
হাজীর বিরিয়ানি বিউটির লাচ্ছা
তরে লইয়া খাইতাম ।
ঘোড়ার গাড়ি চইড়া দু,জন
ঢাকা শহর ঘুরতাম ।
বিকাল বেলা কেল্লার মাঠে
দুব্বার উপর বইতাম ।
চিনা বাদাম কিন্না মোরা
টিপাটিপি করতাম ।
ঢাকার শাড়ী গয়নাগাটি
দিতাম রেশমি চুড়ি ।
অঙ্গে পড়ে কোমর দুলাইয়া
ঘুরতি বাড়ি বাড়ি ।
দেখতাম দুইজন সিনেমা,নাটক
দেখতাম হাডুডু খেলা
বৈশাখ মাসে তরে লইয়া ।
গেতাম বৈশাখ মেলা।
দিবা নিশি স্বপ্নের জাল
কত আশায় বান্ধি
বন্ধু হইয়া আইলিনা তাই
তাইতো বিরহে কান্দি ।