নির্মল স্বচ্ছ সুন্দর শরত এসেছে
অপরুপ রুপ নিয়ে ধরনী মেতেছে।
ক্ষণে ক্ষণে দেখা যায় মেঘ,রোধ বৃষ্টি
প্রভুর নিখাদ পবিত্র অপুর্ব সৃষ্টি।
সাদা সাদা মেঘগুলি আকাশে উড়ছে
সারি সারি কাশবন আকাশে দুলছে।
ধানের ক্ষেত তরতাজা নাচে বাতাসে
কৃষকের মন সোনালী আশায় রোষে।
ভাদ্রের গরমে গাছে গাছে পাকা তাল
কুকুর কুকুরি নতুন স্বপ্নে মাতাল।
খাল-বিল নদী ডোবা ভরা-শাপলায়
রাতের চাঁদ, তারা স্নিগ্ধ আলো ছড়ায়।
শরতে পাই তাল ,ডেপের পিঠা খই
জেলের জালে মাছ করে খই খই।
বর্ষার জল ক্রমে ক্রমে কমে শরতে
ইলিশ মাছ ডিম দিতে আসে নদীতে।
শেফালী,কামিনী মাধবী ফুল ফোটে আঙিনায়
গুন গুন গান গেয়ে ওলি মধু খায়।
বিশুদ্ধ শিশির জল দুর্বা ঘাসময়
সুর্যালোকে ঝলমল চক্ষু যে জুড়ায়।
হেমন্তের আগমন ঐ যে শুনা যায়
শরত বলে আর নয় আমি বিদায়।