সর্ষে গাছের হলুদ হাসি
রংগীন করে মন ।
কাছে গেলে মিষ্টি গন্ধ
ইচ্ছে করে করি আলিংগন।
মাঠে মাঠে ঐ যে দূরে
সর্ষে ফুলে ভরা
মধুর লোভে মৌমাছি
খাচ্ছে নিচ্ছে তাড়া।
চাইলে দেখতে পারো
দৃশ্য সুন্দর এমন।
গ্রাম বাংলায় শীতে এসো
জুড়াবে দুই নয়ন।