ভোরে ডাকে সুরেলা কন্ঠের মুয়াজ্জিন
ঘুম হতে নামাজ ভালো,ওঠো মুমিন ।
সুখ শয্যায় থেকো না হারাবে জামাত
জামাত হারালে হবে সব বরবাদ ।
দুনিয়ার কৃষিক্ষেতে বোকা থাকে বসে
বসে না বুদ্ধিমান যে মন দেয় চাষে ।
চাষের ফল ঘরে তোলে থাকে আয়েশে
আয়েশে আরামে কাটায় সে বারো মাসে ।
বরফের মত গলছে জীবন দেখো
দেখে দেখে চুপ করে তুমি কেন থাকো ।
পরপারের জন্য তুমি শস্য তুলো কি ?
কিসের আশায় দিলে তুমি এ জীবন ফাকি ।
যত টুকুন আজো আছেএ জীবন বাকি
আল্লাহর হুকুমে না দেই যেন ফাকি ।