কত রক্ত দিতে হবে শুদ্ধ জাতি গঠনে
তবু নিশ্চিত মৃত্যু জেনেও যুগ যুগ
শতাব্দীর পর শতাব্দীতে ওরা হয় অগ্রসর
মৃত্যুকে করে আলিঙ্গন ,পান করে হেমলেট
চড়ে শুলে হয় গুম,খুন, বিকলাঙ্গ।
ওরা ইতিহাসে নাম লেখাতে চায় না
লোভ নেই জাতীয় স্বীকৃতির
উদাম পতাকার গাড়ির হাততালির,বাহবার
শুধু মৌলিক অধিকার আদায়ে স্লোগানে স্লোগানে
মিছিলে করে উল্লাস,উন্মাদনায় মাতে ।
ঝরে রক্ত মাটিতে পড়ে রক্তের বীজ
নিশ্চিত একদিন সেই রক্তের বীজ থেকে
জন্ম নিবে এক সুন্দর জাতি – দেশ ।
যেখানে মুল্যায়ন হবে মনুষত্বের, শুদ্ধ মেধার
দূর হবে উচু নীচু বৈষম্য ভেদাভেদ
সেই আশায় !