বিপ্লবে শ্লোগানে ভাঙ্গো অসুর প্রাসাদ
ভাঙ্গো শব্দের অগ্নি গোলায় মিথ্যের বাধ ।
চালাও ধরনীর ছেনি,শাবল,হাতুরি
নিপাত যাক প্রতি চরনে অত্যাচারী ।
তুলে আনো আবর্জনা কোদাল চালাও
সুশাসনে নতুন চরণ পুতে দাও ।
জন্মাক নতুন ফুলের পরাগায়নে
দাও ডুব পবিত্র প্রদীপ্ত সংবিধানে ।
আল্লাহর ধ্যানে খেলে করো আলোকিত
দেখবে তখন কেউ নও শৃংখলিত ।
নো কারো অত্যাচারী অসুরের দাস
দেখবে উচু নীচু এক কাতারে বাস ।
সর্বাংগ লুটিয়ে হও তাঁর অধীনস্ত
সুখের পৃথিবী পাবে মিলবে বেহেস্ত ।