এ বেলা খেলে ও বেলা হয়ে যায় সমান ভুখার
তবে কিসের বড়াই তোর পচা দেহ মৃত্তিকার ।
অহংবোধে ফায়দা কিসের মুল্যবান নসিহতে
বৃষ্টিতে পাথরে ফুলের বৃক্ষ হয় না কোন মতে ।
মনের অহংকার তোর মুছে দে কথোপকথনে
মস্তিষ্ক অবনত কর পরিপুর্ণ খোদার মনে ।
মানুষ গোমরাহ বদ দ্বীনি পরিব্রেশের পথে
এ ফেতনার যুগে বন্ধুত্ব করো দ্বীন-দারীর সাথে ।
পাপের ও পথ ছেড়ে পুন্যের পথে হও রে শামিল
নিয়ামত শুকরিয়াতে ইবাদতে নে তালিম ।
পান্ডিত্যের জোরে কেউ হয়নি আশিক আল্লাহর ।
ঈমান তাকওয়া মিলে হয় আশিক আরবার ।
শেষ মুহুর্তটি অন্যের খেদমতে হয়ে বিলীন
তবেই হবি তুই জান্নাতি শুন হে মমিন ।