আমার প্রেম খড়ায় পুড়ে
তৃষিত বুক ফাটে অতৃপ্ত তৃষ্ণায়
চাতকের চোখ মেঘমুক্ত আকাশে অপলক তাকায় ।
সমুদ্রের জল সুর্যের উষ্ণতায় উড়ে
বাস্পিত জল মেঘ হয়ে কোথায় যায়
মাতাল  হাওয়া কখন নিয়ে আসবে
পাবে জল মিটবে তৃষ্ণা ।
পুকুরের তল খল বিল কৃষি জমি
হৃদয়ের মৃত্তিকা খরায় চৌচির ।
কুপের জল তুলতে দড়িতে বাধতে হয় দড়ি ।
জলের সাথে প্রেম !জীবন-মরন প্রশ্ন
বলতে পারো নদীর এতো জল চাতকের জন্য কেন নয় ?
এত সুডৌল উর্বশী নারী চারিদিক,
তবু তৃষিত চক্ষু চায় না তার দিক ।
অভাবে পেটের অগ্নি কথাতে ফুটে,সর্বাংগ অপরিচিত লাগে
সুস্মৃতি যেন সব কংকাল হাটে চারিদিক ।
পতঙ্গ কেন  ঝাপিয়ে পড়ে অগ্নিতে যেথা দেখে স্বর্গ নিশ্চিত !
জলের অভাবে তরী নাহি চলে কড়ি দিয়ে তরীতে চড়ে ।
জলের তরী আকাশে উড়ে ভুলে নিজের সক্রিয়তা ।
দুই দরিয়ার জল  মিলে হয় না একাকার সুক্ষাতিসুক্ষ আবরণ
কাছে থেকেও বহুদূর দেখে না নয়ন হয় না মিলন ।
এতো কাছে থাকা খাওয়া পান শয়ন
তনুতে তনুতে ভাব মিলনে আস্বাদন
জমিতে বোনে বীজ ফুল হয় ফল হয়
তবু হৃদয়ে হৃদয়ে বিরাজ করে শুন্যতা ।