মেঘলা আকাশ মন কাঁদে সারাক্ষণ
কত আশা ভালোবাসা ছিল দুটি মন ।
ছপ্নদে আঁকা জীবনের গতি ছিল বেশ
মুগ্ধ হয়ে দেখতাম দীর্ঘ কালো কেশ ।
মায়া মুখ মায়া আখি মাতাল নয়ন
আকাশে উড়াই ঘুড়ি মনের মতন ।
সান্নিধ্যে প্রিয়ার সেই হয়েছি পাগল
তাই লিখে যাই লিখা আবোল-তাবোল ।
হৃদয়ে পেরেক ঠুকে দিয়ে চলে গেলে
আজও রক্তক্ষরণ হৃদয় অতলে ।
চলার পথে পথিক আমি চলি সারাক্ষণ
হায় ! দেখি না আমার প্রিয়ার চরণ ।
নুপুরের শব্দ শুনে পায়ে ফেলি দৃষ্টি
হতাশায় মনে ঝরে ঝর ঝর বৃষ্টি ।
সব দুঃখ নিয়ে আমি কাঁদি সারাক্ষণ
সুপ্ত প্রেম অগ্নুপাত যখন তখন ।