সুর্যে গ্রহন লেগেছে বলে কাপে অন্তর
দিবালোকে চারিদিকে নিকষ আধার ।
দেখ জ্বীর্ণ শীর্ণ  ভগ্ন মন মানুষের
চোখ মেলে তুলে না কেঊ ভয়ে সূর্যের ।
এখন সময় বড় বেশী অসময়
সত্য বলা সত্য লেখা অসভ্য অন্যায় ।
সত্যের চিত্র আঁকা প্রকাশ বড় পাপ
শোষণ নিপীড়নের প্রভাব প্রতাপ ।
কেউ কেউ ভয়ে , অধিকাংশ লোভে পড়ে
বুদ্ধিজীবিগণ মুখে কুলুপ মারে ।
অধিকার কেড়ে ওরা হাসে মিটিমিটি
নিষ্টুর ভঙ্গিতে করে দাত কিটিমিটি ।
করে তিল তাল তাল খেয়ে তিল বলে
প্রতিপক্ষ ঘায়েল করে ছলে বলে কৌশলে ।
পিপীলিকা লাথি দেয় বড় ঐরাবতে
দুষ্ট ব্যস্ত ওরা সদা জাতীর লেজ কাটতে ।
ধৈর্য ধরো নিকষ আধার ক্ষণিকের
এ গ্রহণ কেটে যাবে অতি সত্বর ।
শোন সরব হবার সময় এখন
নীরবতা ভেঙ্গে হও সবে আগুয়ান ।
নিজ চক্ষু বিক্রি করে আর নয় নত
সুফল পেতে নয়নে চশমায় মাত ।
সূর্যের উত্তাপ থেকে আলো এনে দাও
অন্ধকার দূরে ঠেলে জীবন বাচাও ।
তবু যদি তোষামদে মেতে থাকো তুমি
ফুটো করি এসো নয়নে অন্তর ভূমি ।
অন্ধত্ব নিয়ে তুমি কর যা ইচ্ছা তাই