তৃষিত অবাধ্য হৃদয় তোমাকে চায়
পাবো না যানি তবু কেন এ হাহাকার ।
আসমানের চাঁদ পাওয়া বড় দায়
বুঝাই কত তবু পিছু ছাড়ে না তার ।
রক্ত দিয়ে পত্র লিখে পাইনি উত্তর
তবু তারে পেতে থাকি চেয়ে অপেক্ষায় ।
দিন,মাস বছর পার হয় বছর
ক্যানসারের মত ক্ষত করে এ হৃদয় ।
সখির বিয়ে হয় হয় সংসার
স্বমী ছেলে মেয়ে নিয়ে ভাল দিন তার ।
তবু তারে পড়ে মনে কাটে না যে ঘোর
দেখ হলে হৃদয়ে  বহে বৈশাখি ঝড় ।
না পাওয়ার তৃষা থাকে জনমভর
তৃষিত মনের নদে জেগে উঠে চর ।