ভাবো কোটি বার
অন্তরে আবেগের তরঙ্গ বয়ে যায়
তুমি নেই তবু আছো বিরহ জ্বালায় ।
ভুলতে চাই পারি না ভুলাতো যায় না
স্মৃতিগুলি দেয় উকি দেয় যে যাতনা ।
কত মধুময় স্মৃতি মধু বয়ে আনে
অতীতে ফিরে যেতে মন শুধুই টানে ।
সব কিছু ভুলে যেয়ে অতীতে হারাই
স্থায় শুধু সুখ শান্তি অন্য কিছু নাই ।
বাস্তবতা বড়ই নিষ্ঠুর আগুনে ভরা
একটু ভুলে চুলায় দুধ পড়ে সারা ।
জীবন রঙ্গ মঞ্চ বড় বেশী পিচ্ছিল
বিচ্ছেদ হলে পড়ে জোড়া লাগে না দিল ।
তাই বিচ্ছেদের আগে ভাব কোটি বার
তা না হলে দেহ মন জ্বলে পুড়ে খার ।