ভিক্ষুকের দেশ ভাই ভিক্ষুকের দেশ
ভিক্ষা করে রাজা প্রজা আছে বেশ !
রাজা করে প্রজার জন্য ভিক্ষা
প্রজারা রাজাতে নেয় শিক্ষা ।
ভিক্ষা করে রাজপ্রসাদ ভিক্ষা খায়
দরিদ্র প্রজা উচ্ছিষ্ট হাড় পায় ।
ভিক্ষার টাকা করে লুট
কেউ পরে দামী স্যুট কোট ।
কেউ বাস করে অট্টালিকায়
জীবন চলে ভোগ বিলাসিতায় ।
ভিক্ষা পেয়ে কেউ আধা পেট খায়
কেউ বস্তিতে ঘুমায় ।
ভিক্ষা করা অতি নিকৃষ্ট আয়
অতি ল্কজ্জা ছাড়া আর কিছু নয় ।
আছে গতর আছে মেধা
খাটাও হবে শাহজাদা ।
নেব না ভিক্ষা দেব না ভিক্ষা
সুস্থ্য সবাই নেব এই শিক্ষা ।