ভোরের বাতাস স্বর্গের পবন গায়ে লাগাও সবে
খোকা খুকু এমন সময় কেন ঘুমাও তবে ।
গাছে গাছে পাখি ডাকে কিচির মিচির করে
লালচে রঙের সূর্য উঠে দেখো নয়ন ভরে ।
ফুল ফুটেছে ডালে ডালে অলিরা গান ধরে
শিশির লাগা দূর্বা ঘাসে হিরা ঝলমল করে ।
আলসে কেটে উঠো সবে ঘুমকে বলো ছুটি
তবেই তুমি দেখতে পাবে না হয় যাবে টুটি ।