রঙের মেলায় বসত করি
রঙ্গে সাজি সং ।
রঙের ঢঙের কথা বলি
কাজের বেলায় ভরং ।
সং সেজে ঘোরাঘুরি
স্বরুপ রাখি ঢেকে ।
স্বরূপ যদি উদোম হয়
লজ্জা পায় কাকে ।
পুস্পের মতো পবিত্র জীবন
মানুষ পাওয়া দায় ।
মানুষের মন আকাশের রঙ
ক্ষণে ক্ষণে বদলায় ।