সত্যের উপর সর্বদাই থাকো স্থির
হউক যতই ঝড় তুফান অস্থির ।
অন্যায় প্রতিহত করো থামাও হাতে
বলো মুখে না পারো করো ঘৃনা মনেতে ।
ক্রোধকে দমন করো শ্ত্রু দমনে
প্রতিশোধ নয় ক্ষমা করো নিজগুনে ।
সুখ পেতে চাও স্বার্থহীন করো দান
আরশের রাজা তোমা হতে তাই চান ।
তোমার ধন তাঁর করুণা মনে রেখো
কত নাজুক ছিলে পবিত্র গ্রন্থে দেখো ।
তাঁর খুশিতে বিলাও ধন দিল খুলে
তাঁর নীতিতে চালাও তরী পাল তুলে ।
তবেই দেখতে পাবে তোমার ঈমান
কোন স্থানে আছো কোথায় তোমার স্থান ।