তুমিও কি তাই দেখেছো, যা আমি দেখেছি ?
আমি স্বপ্নকে ভেঙে যেতে দেখেছি,
আমি বন্ধুত্বের পরাজয় দেখেছি,
আমি আপন কে পর হতে দেখেছি,
আমি ভালোবাসাকে অশ্রু হয়ে ঝরতে দেখেছি।


তুমিও কি তাই দেখেছো, যা আমি দেখেছি ?
আমি গিরগিটি দেখিনি কিন্তু মানুষকে রং বদলাতে দেখেছি।
আমি বাঘের হিংস্রতা দেখিনি কিন্তু মানুষের পশুত্ব দেখেছি।
আমি অজগর দেখিনি কিন্তু মানুষের বিষাক্ততা দেখেছি।
আমি জল্লাদ দেখিনি কিন্তু মানুষের অনুভূতি হীনতা দেখেছি।


তুমিও কি তাই দেখেছো, যা আমি দেখেছি ?
আমি মানুষ খুন করতে দেখিনি
কিন্তু ডাস্টবিনের ধারে মৃত শিশুকে পড়ে থাকতে দেখেছি।
আমি আদালত দেখিনি কিন্তু মানুষের বিবেকের মৃত্যু দেখেছি।
আমি আত্মহত্যা করতে দেখিনি
কিন্তু মানুষকে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে দেখেছি।
আমি তাজমহল দেখিনি
কিন্তু ভালোবাসাকে সময়ের সাথে হারিয়ে যেতে দেখেছি।


তুমিও কি এসব দেখেছো নাকি দেখোনি ?