এই শহর নির্মম"


- এম জসিম গাজী


কোথাও স্তুতি নেই, নেই বিরতি
সস্তা ভালোবাসা সস্তা ভাব,,
মানুষের কলিজা পাথরে পাথরে রোজ উঠে অট্টালিকা,
প্রাণ নেই, সব সঞ্চয় শহরে এক একটি দালানে,
কোন সঞ্চয় আমার আর নেই, নেই ঘুম,


চকচকে চার পাশে অদ্ভুত আসবাব, কোথায় নেই  অতথীপরায়ান, জল পান,
সাজানো হাসি মুখে,সাজানো সম্পর্ক
দামি গাড়ি,-নামী ব্রান্ড, চার পাশে যৌনতার বাজার,
এই শহর ভালো লাগেনা, এখানকার সবই মেকাবের আবরণে ঢাকা কেবল,
এই শহর পুরনো হয়ে গেছে ,হয়ে গেছে পুরনো  কালচার-চরিত্র , ঝরাঝির্ন,


টাকার কাছে অনেক মা বৃদ্ধাশ্রামে,বয়োবৃদ্ধ বাবারা নিস প্রাণে প্রণয়ন,
নির্মম বিবেক-এই শহরের চেনা চেনা প্রিয় মুখ,
শক্ত দেয়ালে কত কোমল হৃদয় ভেঙে যায়, কত সহজ কথায়,সহজ ভাষায়
এ্যালকহল- এর বিশ্রী ঘ্রাণে কত প্রাণ অন্তঘুমিয়ে যায়
পতিতালয় সভ্যথার ব্যাবসা,- অভিজাত গোলাপ-গোলাপীর অবাধে বিচরণ
ত্রিশ মিনিটে সব অহংকার শেষ হয়ে যায়,হয়ে যায় অন্য পশুত্বমনা


এই শহরে সন্তান ঘুমিয়ে যায় "বাবা" ঘরে ফেরার আগে,ঘুম ভাংলেও বাবা নেই ঘরে
ব্যস্ততায় ব্যস্ততায় এই শহরে কত শিশুমনা স্বপ্ন হনন হয়ে যায়
কত টাকার পাহাড় এই শহর বেসামাল টাকার ছড়াছড়ি
কোথায়ও নেই প্রাণ, নেই চাঁদের জোৎছনা,তারা নেই, মেঘের ঐ লুকোচুরি যেন বিরল
লাল-নীল আর ধবধবে সাদা- কোথায় অন্ধকার নেই
কোন বস্তিতে জন্মান্তরের কোন চির কালের অন্ধকার
কে কড়া নাড়বে, এখানে সব মুখে আলোর রুপ কথা


এই শহর মনের বেতর নেই,মায়াতে নেই,
এখানে আবেদনময়ী সময় ঘনিষ্ঠ ঘনীভূত
ক্লান্তি ভর করে,ভর করে অনেক....
সকালের শহর এক প্রতিযোগিতার মঞ্চ- কে কত আগে কর্মস্হলে,
ফের গন্তব্যলয়,এ জেনো জীবন- মরন শেষ লড়াই,


ভালো লাগেনা  এই শহর, কোথাও সবুজের রেশ নেই,
নেই নীল,ফুলেল কোন গন্ধ নেই,গলায় গলায় ধরা কোন বন্ধু নেই,
ভালো লাগেনা এই শহর, এখানে কোথাও কারো প্রীতি নেই,,
পাখিরা বাসা বানাবে কোন গাছ  নেই
গাদা ফুল আবাদ করবো কোন জমি নেই
এই শহর ভালো লাগেনা.......