প্রেমের পরীক্ষা হয়েই চলছে অবিরত,
তব উত্তীর্ণ হয়ে যুগল কাল- যুগে যুগে হৃদয় আহত,
প্রেম সত্য তবুও তারা রাখে  ইতিহাস প্রেম সিন্ধু  তলে,
স্তব্ধ মগ্নতায় মাতালে মাতালে প্রেম রচিত হয় অশ্রুজলে,


বিষের পেয়ালায়, "প্রেম", দু নাক, দু কান-
এর রক্তস্রোতে প্রেমের পরীক্ষা,
এমনো না জানি কত প্রেম,
স্ব স্ব আত্মার গহীনো মরুর দিগন্তে পথ হারায়,


লোমহর্ষক করা কত ইতিহাস, কি আর দেখি,!
যা দেখি তা সামান্য দৃষ্টান্ত,,
নিজেকে বলিদানে, প্রেমের যে ইতিহাস হয়,
এটি অসার,এটি দুর্বলোমনা প্রেম,,


কত প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ প্রেমিক বীর,
তব হারিয়ে প্রেম,আমৃত্যু গেয়েছে প্রেমের গান,
ছড়িয়েছে পবিত্রতার সুরভি,,
উজ্জ্বলীত করে যায় স্ব মহা প্রাণ
করে যায় কত বিশ্ব হতে অন্য বিশ্ব,,