এক দিন সাগরের তল দেশের শেষ সীমানায় হয়ত পৌঁছে যাবো,
অপ্রিয় স্বপ্ন উঁকি দিবে............,
উঁকি দেবে ফেলে আসা তারুণ্যের নানা বিভেদ-বিচ্ছেদ,,
অবেলায় অস্ত যাওয়া সূর্য ,থমকে দাঁড়াবে,
তাতে কি আার হবে?
জীবন আর মরন এই দুয়ে র মাঝে এক দারুণ অংক কষা,
বেদাবেদ আর দুনিয়ার বিন্দু অহংকার -না রবে


একদিন আকাশ জয় হবে হয়ত মহা শূন্য কত না তারকা জগত
তাতে কি আার হবে?এক মহা পারাক ,সাত আকাশ দূরত্ব,,
আকাশ চুম্বী হিমালয় পর্বত বুকে ধারণ করার প্রবল ক্ষমতা অর্জিত হবে হয়তো,,
তাতে কি?


আজ-কাল কি জেনো একটা রাত জাগায় অদৃশ্য কল্পনায় ভিন্ন এক দেশ
যেখানে যেতেই হবে ,সত্য, নিঠুর বাস্তবতা
বহু প্রাণ কত না প্রাণ,মহা প্রাণ করেছে আত্মসমর্পণ,
আজ এক এক জয় করেছি হয়ত পৃথিবীর কত না ইতিহাস,
তাতে কি?


তবুও জীবন অতিতপ্ত -অসাড়,,
যৌবন সব কিছু দিলেও,কেরে নেয় অনেক কিছু
সিন্ধুকের বেতর যত্নে লুকানো এক জীবন-
সূর্যের আলো না দেখে ভিটামিন ডি সংক্রান্ত জটিলতায় কাৎরাচ্ছে,,
তাতে কি?
কত প্রতিভার বিকাশ ঘটলো..............