আকাশে নয়, এখন--
আমাদের পায়ের নিচে যে নক্ষত্রগুলো ঝলমল করে
ওরাও অন্ধকারের উপাসনা করে চৈত্রের ভরদুপুরে,
ঝলঝলে সূর্যকে মাথায় করে মিশে যায় ক্রমাগত- -
ছায়া ও আঁধারে।


আলোর নয়- আমিও আঁধারের আরাধনা করে,  
আবার আলোতেই জন্ম নেই
তোমার নিপুণ হাতে।


অথচ আমরা আলোকে পেছনে রেখে
অন্ধকারের সামনে দাঁড়িয়ে থাকি,
যতই সামনে এগুই
ততই আঁধারে হারাই।


জানিনা,
অন্ধকারের সামনে আর কতো অন্ধকার লুকিয়ে থাকে?
ভেবে,
পেছনে যাই ক্রমাগত।


যতোটুকু পেছনে যাই
ততোটুকু খুঁজে পাই
আলো নয়,
রহস্য আঁধার।
কিনারাহীন - - -