ফেরারী চোখে শীতল সূর্য খেলা করে
প্রশান্ত ভোরকে অন্ধকারে রেখে,নির্ঘুম পাখিরা
পালকহীন ডানা ঝাপটায় বুকের গহীনে
জীবনের না বলা কথাগুলো কান্নায় মাতে
পাখিদের খসে পড়া পালকে ভর করে।
একাকি অসহায় পথ আজ কূয়াশার চাদরে মোড়ে
চেয়ে আছে নতুন কোন সূর্যের অপেক্ষায়।
দ্বিধার বুক ছিড়ে ঠাঁয় দাঁড়িয়ে
ঘুণ পোকাদের ব্যর্থ ইতিহাস লিখে চলি অবিরাম।
মাটির সিঁথানে আধপোড়া দ্বীপ শিখার
নিবু নিবু আলো আহবান করে, আজন্ম আঁধার
এই আঁধার যেনো জমাট বাঁধা একতালা গ্লানি আর পরাজয়।
আজ হৃদয়ের রাত ছিড়ে অনাবাদী দেহে,কেনো জন্মে?
শুধুই নৈঃশব্দ্যের বেদনার ভয়ার্ত শশ্মান।