(১)
কখনও কি দেখেছি পৃথিবীর মুখ তুমি আমি
কখনও কি দৃষ্টি হারিয়েছি এই পৃথিবীর মায়ার ছলে
কখনও কি পৃথিবীর আলো হারিয়েছে মেঘের কোলে
না শুরুতে না মাঝে না শেষে,জানে অন্তর্জামি।
(২)
ভুল করে এমনওতো হতে পারে
ঠোঁটের আড়ষ্ঠতায় শব্দ,শব্দের আড়ষ্ঠতায় ঠোঁট
হঠাৎ আড়মোড়া ভেঙে নেমে এল,গভীর রাতের আঁধারে
তখন ঘুম ভেঙে গেলে ইতস্তত করনা অবাক বিষ্ময়ে।
(৩)
দুরে থাকাই ভাল
ছুঁয়েও দেখবোনা
ডাকবোনা তোমায়,
আমিতো দুরেই আছি
সে- -ই ভালো
যেতে যেতে দেখা হতে পারে
কোন এক সোনালি ভোরে।