আজকাল দাঁত থেকে মাথাকে কোন ভাবেই আলাদা করতে পারিনা
যেমন লোভ থেকে নির্লোভকে তেমনি ক্ষমতা থেকে অক্ষমতাকে
সময়ে যখন মাথাটাই আলাদা হয়ে গেল, অসময়ে এসে- -
দাঁত নিয়ে এখন আর ভাবনা কিসের!
যেমন অন্ধকার থেকে আলো, আলো থেকে অন্ধকার এখন- -
দুটোই আমার কাছে আজ এক।
আগে আগে আম আর জনতাকে একই ভেবে
ভালবেসে কতবার যে আমজনতা আমজনতা বুলি আওড়িয়েছি
এখন আর তেমনটা বাসতেও পারিনা আলাদা করতেও যাইনা
এক কথায় বলতে গেলে পারিনা,
যখন দাঁতই আর রইলনা আমজনতা থেকে
আম টা আলদা করলেই বা কি।