রাত্রির বুক ছিঁড়ে
শহরের গলিতে শান্ত অন্ধকার নামে,
চেয়ে আছি আমি,চেয়ে রয় আমার চোখ
নিঃশব্দ চিতার দিকে অনিমেষ দৃষ্টিতে।
স্থির দৃষ্টি ফুঁড়ে ভাবনারা সব ভিড় করে স্মৃতির জানালায়,
কত্তোবার বলেছিলে, তুমি এসো
আমি এসেও ছিলাম, প্রতিবার কথামত।
অতচ তুমি আসনি---
ফিরে এসেছি আমি চোখে শ্রাবণের ঢল নিয়ে।
এখন আমি মধ্য রাতের নেশায়
আকাশে চোখ রেখে স্বপ্ন খুঁজি
এই স্বপ্নের  ভেতর জিব ডুকিয়ে স্বাদ নেই।
তোমাকে হারানোর নীল যন্ত্রণায়
আমার হৃৎপিণ্ডের শিরায় শিরায় পচা রক্ত জমেছে।
সে কি যে অসহ্যতা ---
অকস্মাৎ বিভৎস চিৎকারে মাতে সব,আমার সবকিছু।
তোমার ডাক আর আমার জীবনের মাঝে পূঞ্জিভূত যতো স্বপ্ন ছিল
তেপান্তরের অন্ধকারে ডুবে আছে।
তোমার ডাকে আমার আর ফেরা হবেনা
আমার যা কিছু, সব গিয়েছে চলে অন্ধ আঁধারে,
তা-তো ফিরবার নয়
এই জীবনের সুখের পরতে।