দিন শেষে নামে সান্ধ্য আবেশ----
অন্ধকারের বুকে হাত রেখে,খুঁজে ফিরি
উচ্ছলতার নগ্ন স্পর্শহীন উদোম অসভ্যতা।
নিবিড় মগ্নতায় ফিরে ফিরে আসা
,আমার যত শূন্যতা ভিড় করে সারা শরীরময়।
ভেতরের সত্তারা জানান দেয় তুমি একা, তুমি বড্ড একা,
অরক্ষিত জীবন পাহারা দেওয়া বিছানায় শুয়ে
তোমার নির্গত ঘাম, আর জেগে থাকা চুলের ঘ্রাণ শুকি অবিরত।
তন্দ্রাচ্ছন্ন চোখে রাশি রাশি স্বপ্নের বীজ বুনি অহর্নিশ,
তোমার ফিরে আসার আকুলতায়,রাতজাগা  ক্লান্তির শোক চাপিয়ে।
নিজের সাথে গড়াতে গড়াতে হাতপাখার শব্দ শুনি,
এই বুঝি তুমি এলে! তন্ময় দুটি চোখে আমার শিয়রে।
অঘনের পূর্ণ চাঁদ ডুবে রয়,আমার নির্বাক চোখে
দীর্ঘশ্বাসের ধ্বনি বুকে নিয়ে,খুঁজে ফিরি তোমার প্রতিকৃতি।
হাতপাখার ডানার সাথে লেগে থাকা চাপা কষ্ট,
এ-যেনো কুপির নিবু নিবু সলতের সাথে জ্বলা, শোকের মলিন চিতা।
এত দহন এত যন্ত্রণার মাঝে----
তোমার শূন্যতা বুকে নিয়ে,আমি আমার মাঝে জেগে রই,
এই নিষ্প্রভ প্রহরে।