রাত্রির অন্ধকার যখন কবাট খুলে দাঁড়ায়
বুকের গহীনে আমায় কে যেনো তাড়ায়।
তখন শন্ শন্ হাওয়ার ভীষণ রব
জ্যোৎস্নার জলে ভিজে একাকার,
ভেঁজা কোমল ঠোঁট দুটি সে আমায় বাড়ায়
বুকের গহীনে আমাকে কে যেনো তাড়ায়।
আমার মন পড়ে রয় দুরের গহীনে
মূর্হতে বাড়ী ফেরার কথা ভাবি,
অথচ সেই-- মনের চাবি যেনো কই হারায়
রাত্রির অন্ধকারে কবাট খুলে কে যেনো দাঁড়ায়।
সাগর পানে ফেরাই যখন পোড়া দু'চোখ
নোনাজলে ঝাঁপটা আসে তেড়ে
স্বপ্নবুনি স্মৃতির চরে অহেতুক  বিনিদ্র নেশায়
আমায় ভেতর থেকে কি যেনো ভীষণ  নাড়ায়।