(১)
যতোই বাড়াই হাত
আঁজলা ভরে উঠে নিঃঙ্গতা
অখন্ড সময়ের তর্জমা ঘেঁটে দেখি
সিঁথানে আমার বেদনা বিধূর রাত।
(২)
অযাচিত প্রশ্ন করিনা ভুলে
কিছু কথা রেখেছি মনে আর কিছুটা
রেখেছি শব্দবিহীন বির্সজনের নিতল জলে।
(৩)
এতোটা এসেছি যখন পায়ে পায়ে মিলে
এখন আমায় পথ ভুলিয়ে যাচ্ছ কেনো চলে
এমনই কি হওয়ার ছিলো? এমনই বুঝি হয়!
যার কপালে যা সওয়ার নয়,তাকেই কি তা সইতে হয়।
(৪)
আমারতো কখনও এতোটা সমুদ্র ছিলোনা
যতোটুকু দিয়েছো আমায়,তাই আজ
সমুদ্র ছুঁই সমুদ্রে ভাসাই দুঃখের ভেলা
ইচ্ছে হলে একটুখানি দেখো খুঁজে
রেখে যাওয়া বেদনার নীল ডায়রীর ভাঁজে।