রাতের ল্যাম্পপোষ্ট গুলো কত বিনিদ্র রাত কাটিয়েছে
দেখেনি কভু ও এমন রক্তের হলি খেলা
দেখেনি কখনো------
রাক্ষুসে শকুনের চোখে দলিত মানবতা।
এমন ব্যথিত আত্নার কান্নায়
আজ বুড়িগঙ্গার জলে ভাসমান
লাল সফেন ডুকরে উঠে।
ভেসে বেড়ায় গুমোট বাতাসে রক্তের গন্ধ,
নীরিহ প্রাণের রক্তপাতের আর্তনাদে,কাঁদে সারাদেশ
ধূসর রঙে বিব্রত, বাংলা মায়ের মাটি।
আজ বড্ড কষ্ট মাগো, বুকের বা'পাশে
তোমার বিদির্ণ বুক ছিঁড়ে, লাল সবুজের শাড়ী রক্তে একাকার।
আমার ব্ড্ড কষ্ট মাগো।



(গুলশানে নিহতদের স্বরণে উৎসর্গ)