কয়টি সন্ধানি চোখ,হাজার  ও  শহরের ভিড়ে
খুঁজে  ফিরছিল প্রতিনিয়ত, সূনীলবর্ণ  পাখনায়  ভর  করে,
আমি  দেখেছিলাম  দাঁড়িয়ে প্রগাঢ় সকালে
উর্ধ্ব অধঃএকই সমতলে।
অতপরঃ সূর্যদয়ের  সাথে সাথে আক্রান্ত  ভালবাসা
ক্ষতবিক্ষত দেহে, ওহঃ অস্পষ্ট হাইতুলে চেয়েছিলাম,
হাজার ও শকুনের দল, তখনো আকানপানে।
তাইতো------
স্বাধীনতার  বিংশ শতক  পরেও
ছোঁ-মারে মানবতার প্রাণে।
যখন  বিদগ্ধ সূর্যটা  ক্ষতবিক্ষত হয়  বিভাবরিতে
রাতের ঘুটঘুটে অন্ধকারে  অপদস্ত  জরায়ু
পড়ে থাকে উত্তলিত  প্রাসাদের নিচে,
কয়টি নেলি কুকুর  বেওয়ারিশ  বীর্য আবিস্কার  করে
শুকেছিল  প্রাতেঃ।
ঘটনা মৃত্যুর মতো  সত্য  স্পষ্ট
তবু  বিচারের অভয় বাণী নীরবে  কাঁদে
ভোরের  উজ্জল আলোর  প্রতিশ্রুতিতেও ।