খুব বেশী ভালবাসার প্রয়োজন নেই
কিছুটা ওম কিছুটা শরীরতো চাই,
এতোটা মেঘ এতোটা বৃষ্টির-তো প্রয়োজন নেই
কিছুটা রৌদ্রজ্জ্বল সূয্যি চাই,
যা নতুন দিনের পথ দেখাবে।


জীবন যেখানে থমকে দাঁড়ায়
হাসি কান্নার আজব খেলায়
এতোটা প্রেমের প্রয়োজন নেই।
দলিত নিষ্পেষিত নির্বাক মানুষ
ভাঙনের ক্ষত বুকে নিয়ে
রুগ্ন আঁধারে আরো কাঁদো কিছু দিন।


যন্ত্রণা কাতর তীব্র নীল বিষের দহনে নিজেকে পোড়াও
নশ্বর ত্বকে আবরণে লিখে রাখ দাহ্
ভালবাসা  প্রেম,মমতায় তুমি কি হবেনা সুঠাম?
না হলে হাজার বছরের বেদনা বিধূর ব্যাথায়
তোমার স্বপ্ন জগদ্দল পাথরের নীচে কাঁদবে চিরকাল।


জেগে উঠো দলিত নিষ্পেষিত যন্ত্রণা কাতর মানুষ
দুঃখ যন্ত্রণা পেছনে ফেলে,
লাল তীব্র আগুনের উত্তাপ মেখে।