আজকাল একটার সাথে অন্যটির খুব একটা মিল পাওয়া যায়না
কিন্তু বেদনার সাথে মানুষের বেশ মিল, যেমন
বিলের সাথে ঝিল আকাশের সাথে নীল
তবুও কেনো জানি আকাশ কাঁদে চিরকাল!

তবুও আমি এখন কেন যে,এতো কিছু ফেলে পথ ভুলে
ইতিহাস ঘাটি মানুষের, তার স্বভাবের মননের,বুঝিনা
সাথে রাত্রির গ্রীবা টেনে খুঁজে ফিরি নিঙ্কলক কিছু অতীত।
আর তাতে করতল জুড়ে মুঠো মুঠো উঠে আসে
বোধহীন  প্রপিতামহের অসম্পূর্ণ পাণ্ডুলিপি।
আর কিছু মানুষের পেছনের পথ ধরে অবিরাম,  হেঁটে যাওয়া  নগ্ন পা।
আরও দেখি বিমর্ষ বিষাদে হাঁটু গেড়ে নিষ্পলক চেয়ে থাকা
কিছু নিগৃহীত নির্বাক মানুষের অবয়ব।


এখন যেমন শুনি বোধের সাথে শোধের মিল
আগে নাকি ছিলনা খুব বেশী গড়মিল
আগে যারা শোধের জলে হলুদ আঙুল চুবাতো আজকাল তারাই বোধের গভীরতা মেপে দেখে
কে কতটুকু শোধ আর কতটুকু বোধে ডুবে আছে।