রাখাল দেখলেই বাঁশরীর কথা মনে পড়ে
মধ্য দুপুরে চৈতালি চিল উড়ে হিজলের বনে
আহা!রৌদ্র-ছায়ার খেলা চলে আচলের বনে
তাল নীরব ওই অলস দুপুরে - -।


কে বাঁজায়  বাঁশরী মধুর সুরে তমালের ডালে
বলো কোন ঋতুতে দিবে তার উপহার
ক্ষণিকের তরে কোন বুনোফুল- -!


বাঁশরীর সুর বাজলে কার কথা মনে পড়ে?
কলসি গলে সাইডুলির বাঁকে কে জলে ডুবে মরে!