চিঠি দিও - - - এখানে এখনও আছি
বহুকাল নির্জিব নিঃস্পৃহ পড়ে আছি,একাকি
নির্ঘুম নীলিমায় কতো রাত চোখের পাতা খুলে ডুবে থাকি,
অচেতন বুঁদ ভালবাসার নেশায়।এখানে এখনও আছি,
মাতলামির তর্জমা না করেই - - - চিঠি দিও- -
কেয়ার অফ এখানেই আছি।


জানো এখানে প্রত্যহ একদিন করে আমার মৃত্যু হয়
যেমন সূয্য ডুবে গেলে একটি দিনের মৃত্যু হয়
বিষন্ন হিম শীতল মৃত্যু- -
তেমনি নিকষ রাতের বিস্ময় কেটে গেলে দেখি আর একটি রাতের মৃত্যু।


দিন রাতের এমন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে ফিনিক্স পাখির মতো
বার বার জাগতিক শক্তি নিয়ে চোখ মেলে অপেক্ষায় থাকি,
নতুন একটি চিঠির যা নিবিড় শব্দের বুননে লেখা।


চিঠি দিও - - - কার্তিকের ভরা জোছনায় ছোবানো -- চিঠি
কেয়ার অফ  - - -এখনও এখানেই আছি।