কার্তিকের শিশির ভেজা চিরকুট
ভোরের সূর্য ফসলের  ক্ষেত মারিয়ে
আত্মহননের শোকে হারিয়ে যায়
ভোরের ঝকমকে আলোয়।


বিতৃষ্ণার কিছু অবসাদ আর ক্লান্তি নিয়ে
ছন্নছাড়া দীর্ঘশ্বাসে অপেক্ষায় মহাকাল
দলছুট অক্ষরে লিখা হয় ভবিষ্যৎ পাণ্ডুলিপি
তবুও আলতো হাতে কুড়িয়ে নেই - -


একটু প্রেম একটু হাসি
এবং এক আকাশ নীল চুমু।