কখনো চাইনা, তবুও মনে পড়ে।
ভুলে যাওয়া দিনের, এতো এতো জমা কথা
এ-যেনো নিজের সাথে বলা নিজের কথা
স্মৃতি চিহ্নের মলিন ছেঁড়া পাতা।



স্বপ্নগুলো এখন করছে কি আর
যাত্রা পথে শুধু আসা যাওয়া
আমরা কি সেই আগের মতো!
চলুকনা একই ঘরে নাওয়া-খাওয়া।



একলা জীবন এমনি করে থাক
এপাশ ওপাশ ছাড়া
এক ঘুমেতে রাত্রি কেটে যাক
তোর ঘুমেতে স্বপ্ন ছড়াক আমি ছাড়া



যে মেয়ে আঁচলে বিকেল পেতে বসে
নির্বিগ্নে আলো ঢেকে সন্ধ্যা নামায়
তার প্রেমে মত্ত হয়ে তার ঠোঁটে ঠোঁট রেখে
যদি বলি ভালবাসি, দোষ কি বলো?



আমি ছাড়া কেউ কি ভাবে তোর কথা?
স্মৃতির পাতায় জমছে ধীরে ধুলো
স্বপ্ন ছিলো বুকে জমে যতো
এক এক করে পুড়ছে সবগুলো।