(১)
তোমার চোখে ডুব দেব ভাবি
অনিমেষ চেয়ে দেখো যদি
কখনও এমন হয়?
কতোটা গহীনে এচোখ কাঁদে নিরবধি।
(২)
অতোখানি জলাভূমি চায়না কেউ
যতোখানি পেয়েছি আমি
চোখের কোণে এমনিতে
লেগে আছে যুমনার নোনা ঢেউ।
(৩)
দু'হাত ভরে বৃষ্টি রাখি
ভিজব যখন তখন
সেই জলেতে ডুবল নদী
কাঁদে নিরবধি।
(৪)
একা থাকার মানে
কেউ কি তা জানে?
অকারণেও যদি কিছু ঘটে
তার চেয়েও বেশী রটে।
(৫)
কিছুটা সময় হাতে রেখো
কখনও দেখা যদি নাও মেলে
তবুও শুন্যে দুটি চোখ মেলে থেকো।