একেমন স্বপ্ন আমার
নির্দোষ অসহায়ত্বের আর্বতে ঢাকা জীবন
শ্লেষ মুখে হাসে মূর্ত সময়ের ধারা।
গভীর চোখে আকুতির ঘ্রাণ উড়ে বিগলিত হয়,
আবৃত হৃদয়ের বালিয়াড়ি স্বপ্ন।
যে চোখে ভালবাসার স্বপ্ন অবিরত
অতচ অবহেলায় পড়ে আছে জানালার ওপাড়ে,
থ্যাতলানো মুচড়ানো রক্তাক্ত স্বপ্নের হৃদয়খানা।
পড়ে আছে আমার স্বপ্নধোয়া জাতীয় পতাকা।
আমি এখন স্বপ্নে ভীষণ রক্ত দেখি
রক্তপাতের মোহনীয় ভালবাসার অনুকম্পায়।
বেঁচে আছে আমার কৃষ্ণচুড়ার দাহিত ফুল,
ধ্যানমগ্ন পূঁজারি ধূধূ হাহাকার নিয়ে--
অন্ধকারের খাতায় লিখছে ভিষণ অন্ধকার,
তার স্বপ্ন সুখের জামা খুবলে বিবস্ত্র করে হিংস্ত্রতার নখ।
ভয়ার্ত আর্তচিৎকারে মাতে জীবন্ত আঙুল,
নির্ঘুম রাত্রির শকুনেরা তছনছ করে
আমার স্বপ্নের উর্বর জমিন।
মূর্হতে জ্বলে শোকের মলিন চিতা
তবুও দুঃস্বপ্নের ক্ষত বুকে নিয়ে,
তোমার মেহেদীখচিত হাত বুকে রাখি
নতুন কোন দিনের, নতুন কোন স্বপ্নের আশায়।