(১)
আমি ঐ সময়টুকু চিনি
তাকে অনেকে অনন্ত অপেক্ষা বলে
প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ অনুক্ষণ
মনে হতো দীর্ঘদিনের মতন।
যখন সে সহাস্য বলত
অপেক্ষায় থেকো দ্বার খোলে,আবার দেখা হবে।


(২)
অতোটি বছর কেঁটে গেলো নিমিষে
চামড়ার ভাঁজে লাবণ্য লুকিয়েছে কবেই
রক্তের উষ্ণতা উবে গেছে সবই।
এখন আর কারো জন্য অপেক্ষা নয়
তবুও বয়ে চলে সময় নিজের নিয়মে
অনেকটা বেঁচে আছি মৃত্যুর মতো,
তবুও মরিনিতো!