আমার সবকিছু নিয়ে যাচ্ছে লুটেরা
অতচ সবাই দর্শক-প্রতিবাদহীন সমাজ
অনন্ত স্বপ্নের ধাবমান রূপ চেয়ে আছে,
আমার স্তব্দ জীবনকে ঘিরে।
কিছু স্তব্দতা আঁধার ফুঁড়ে বেরিয়ে আসে মরণ চিৎকারে
মহাশক্তির জোরে অনেকটা খুলেও যায়,অলৌকিক দরজা।
তবুও বদ্ধ জানালায় আটকে থাকে, অপার্থিব চাওয়া
ভাবনার ঘোর ছিন্ন করে বেরোয় কিছুটা স্বপ্ন,
সমস্ত অস্তিত্বে আচ্ছন্নতা ঘিরে রাখে মহাকাল ধরে।
এতো কিছুর পরেও----
উদাসীন চোখে,চোখ রাখি আকাশপানে
জ্যোৎস্নার আরক ছড়াবো বলে।
মুখের উপর ঝুকে পড়া,জ্যোৎস্নার ঠোঁটে
চুম্বুন এঁকে চলি অহর্নিশ।
দহন গলিত বোধ ফুঁড়ে জেগে উঠে ভেতরের উচ্ছ্বাস
কামনার সিঁড়ি ভেঙে ধাবমান মাতাল লুটেরা,
অসহ্য অস্থির খেলায় মত্ত্ব।
অজান্তে দু''আঙুল চেপে তাকাই ঝাপসা কাতর চোখে
স্বপ্নের ঘোর কেটে বাস্তবে---
নিজের ছায়া ধরে হাঁটি অজানার পথে,
কিসের আশায়? কেন'ইবা?
এ-পথ কি শেষ হবার নয়?