আমি এখন একা থাকতে শিখে গেছি
আমার অনুভুতিগুলো তেমন করে- - আর
কষ্ট যন্ত্রণায় পোড়ায়না- সূর্যদয় থেকে সূর্যাস্ত অবধি
এমনকি- অন্ধকার থেকে অন্ধকারের গভীরেও।
নিকষ কালো আঁধারে জেগে থাকা গভীর বেদনারাও
আমাকে তেমন করে আর ছুঁয়ে দিতে পারেনা।


এইতো ক'দিন আগেও পোড়াত বেশ- -
বিষাদি মন জুরে তোমার আমার অতীত।
ধূসর হতে হতে আমার চোখ,অশ্রু হতো।
এখন আর তেমনটা হয়না- -
আমি এখন শিখে গেছি,কি করে ভাল থাকতে হয়।


দুঃখ বেদনাকে সঙ্গী করে এক সাথে পথচলা নিরবধি
এখন আমিতো খুব  খুউব করে ভাল আছি,
যে ভাবে ভাল থাকা যায়!
আমার আবার দুঃখ কিসের।
আমার হাসিমাখা মুখাভিনয়
দিনযাপনের সময়টাকে স্বযত্মে আগলে রাখি।


আমার পেছনের অতীত সীমানাটা আধও অশ্রুজলে ভিঁজে থাকে কিনা,
সহজে বুঝতে পারি অবলীলায়।
এখন আমি বেশ করে, ভাবতে শিখে গেছি
তাই ইচ্ছে হলেই খুব করে ভাবতে পারি,
ভাবতে পারি আমার অতীত, বর্তমান মূর্হতগুলো।


ভাবতে ভাবতে তোমার আমার মাঝে- -
যে যতি চিহ্ন দূরুত্বটা আছে,মুছে দিতে পারি খুব সহজে,
তোমার দেওয়া দগদগে ক্ষতটাকেও লুকাতে পারি নিকষ আঁধারে।
ইচ্ছে হলেই বিচ্ছুরিত আলোকে, আঁধার বানাতে পারি
ভাবতে পারি যখন তখন- -
আমার ভেতরের কষ্টটাকে সুখচিন্তার পরশ বুলিয়ে বইতে পারি,
যতো গ্লানি আর অশেষ বেদনা।


তাইতো- তুমি ছাড়া এখন আমি, বেশ আছি-ভাল আছি
আমার একাকিত্বের মাঝে- -
হাজার ভাবনারাও খুব সুখেই আছে,
আমার আবার দুঃখ কিসের?