আমি বিশ্বাসের নিগৃহীত মলিন বিছানায় শুয়ে
স্বপ্ন দেখি দুর ভবিষ্যতের,
অনন্ত যন্ত্রণা কাতর জিরজিরে দেহে জমে ভুখার কুণ্ডুলী।
ক্ষুধায় পীড়িত সুদূর প্রসারী চোখে,
এখন আর বর্ষা নামেনা, শুধুই মেঘ জমে।
দুঃসহ আঁধারের ঠোঁট ছুঁয়ে যায়,নির্মম স্বপ্ন হীনতা
দিকভ্রান্ত তর্জনীর ডগায় ফুটে টনটনে ব্যাথার অভুক্ত সূচ
তবুও আলোর বন্দনায় মগ্ন শৃঙ্খলিত আভিজাত্যর দূর্গন্ধ
অবিশ্বাসের  করাল হাত পিশে মারে অহর্নিশ
অতিতের জলে বিন্যস্ত আহত স্বপ্ন চোখ।
আমি জ্যোৎস্নার জলে ভিজে
স্বপ্নালোকে প্রিয় মুখ খোঁজে ফিরি,
আর তখন'ই নিষ্ফলা প্রান্তরে ------
শোকের জরায়ু ছিড়ে চিৎকারে মাতে
ব্যথার শশ্মানে জন্ম নেওয়া একদলা বিষাদের ছায়া।