কোথাও কেউ নেই----
একমুঠো শূন্যতা নিয়ে বসে আছি একা
পারিজাত রাত্রির বুকে ফুল ফুটাব বলে,
দুঃস্বপ্নের ভেড়া ডিঙিয়ে।
চালের গুদামে অনাহারী ভূখা মানুষের দীর্ঘ লাইন মারিয়ে,
পচনের দিকে ধাবিত সমাজ,স্বার্থের উনুন জ্বালায়
দাহিত যন্ত্রণাকাতর মানবতার, মজ্জায়, হাড়ে, করোটিতে।
প্রতিক্ষণ, মৃত্যুর আগে মৃত্যুর শূন্যতার প্রহরগুণি
বুকে চাপা কষ্টের নীল বেদনার নিঃশ্বাস চেপে।
চেয়ে দেখি আমি,শুধু বেদনার ব্যর্থ অবশেষ,
ক্ষুধার খরায় স্বপ্ন ঢেলে ----
সুখ খোঁজে ফিরি চামড়ার ভাঁজে,
মানবিক আকাঙ্খার রক্তের স্রোতের বিষমগ্ন সমাজে।
নিশীতের সন্ধিক্ষণে ক্ষুধার্ত মানুষের মিছিল ছুটে,
ধাবমান রাত্রির স্নায়ুর তিমিরে।
নিদ্রাহীন নির্বাক চোখে চেয়ে দেখি,শত শত কষ্টের কফিন--
ছুটে চলেছে নিভৃতে অজানার দিকে।
আমি আজ একা, এই বিষন্ন প্রান্তরে
এই চরম অসহায়ত্বের আর্বতে আটকে গেছি,
আমি,আমার হাত,আমার পা,----
আমার সব,সবকিছু।