ঝরাপাতার শৃংগার জেগে উঠে সময় অসময়ে
জোছনার অরণ্যর গভীরে, বাদামী চাঁদ জাগে আকাশে
কামুকতার লোভাতুর হাত বাড়ে, গাঢ় রাত্রিতে।
পলকহীন চাহনিতে তাকায় নিদ্রাহত রাত
আর্তনাদ করে উঠে অনন্ত নীলিমা।
মরচে পড়া কপাটে হাত রেখে,
ভালবাসা হীনতায় দেশ ভোগে, মরণ অসুখে।
তবুও পায়না ভালবাসা,
কোথাও ভালবাসার চিহ্ন নেই এমনকি একটা ফটোকপি ও--।
চারদিক ভাসে শুধু ভালবাসার আদলে আর্তনাদ
কুমারী ঘুমায় ভোরের কাক কাঁ-কাঁ করে,বাড়ীর পরিত্যাক্ত আঙিনায়।
সভ্যতার সমস্ত শরীরে মাছের আঁচিলার মত গন্ধবেরুয়,
প্রতিবাদহীন ভোরের স্তব্দ বাতাস ভারী হয়ে উঠে
সবুজপাতার অন্তরালে থাকা প্রতারক। নাকে রুমাল চাপে
বিদ্রুপ বিদ্ধ প্রশ্ন করে,কুমারীর বস্ত্র কোথায়?
তাদের স্ব-রূপ কি করে চিনবে,ভোরের পোষ্টমর্টেম রির্পোট,?